কিংবদন্তি গায়ক, অভিনেতা কিশোর কুমারকে নাকি চিনতেন না বলিউড তারকা আলিয়া ভাট। এরকমই তথ্য জানিয়েছেন তার স্বামী আরেক বলিউড তারকা রণবীর কাপুর।
রণবীর কাপুর এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে। তারই ফাঁকে গোয়ায় আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) অংশগ্রহণ করেছিলেন এই বলিউড তারকা।
দাদা কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর থেকে শুরু করে মেয়ে রাহাকে নিয়েও নানা কথা বলেছেন তিনি।
এসময় রণবীর আলিয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘আলিয়ার সঙ্গে আমার যখন প্রথম দেখা হয়েছিল, ও তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে কিশোর কুমার কে?
রণবীর বলেন, ‘আমাদের নিজেদের অতীত বজায় রাখা জরুরি। নতুন কোনো শিল্পীর আবির্ভাব হলে আমরা আগের শিল্পীদের ভুলে যাই। আমার মতে, আমাদের নিজেদের উৎসকে মনে রাখা জরুরি’।