22.1 C
New York
সোমবার, আগস্ট ১১, ২০২৫

Buy now

spot_img

‘সাইয়ারা’র আলোচিত গানের বিরুদ্ধে ব্রিটিশ ব্যান্ডের সুর নকলের অভিযোগ!

নবাগত জুটি নিয়ে মোহিত সুরির সিনেমা ‘সাইয়ারা’ এখন তুমুল আলোচনায়। মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিস রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। সিনেমার পাশাপাশি এর গানগুলোও উঠে এসেছে আলোচনায়, সেই সঙ্গে কুড়াচ্ছে দারুণ প্রশংসা।

‘সাইয়ারা’ ছবির টাইটেল ট্র্যাকটি ইতিমধ্যেই স্পটিফাইয়ের টপ গ্লোবাল চার্টে চতুর্থ স্থানে উঠে এসেছে।

তবে সিনেমাটির এই গানের সুর নাকি আলোচিত ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের একটি গানের সুরের সঙ্গে মিলে যায়। গানটি ওয়ান ডিরেকশনের জনপ্রিয় গান ‘নাইট চেঞ্জেস’ ও জুবিন নাটিয়ালের ‘হুমনাভা মেরে’র গানের সুর থেকে প্রবলভাবে অনুপ্রাণিত। কয়েক দিন ধরে এমন অভিযোগের ভিত্তিতে চর্চা হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন ‘সাইয়ারা’র সুরকার তনিষ্ক বাগচী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে গানটির প্রসঙ্গে তনিষ্ক বাগচী বলেন, ‘আমি যাই করি না কেন, মানুষ কিছু না কিছু বলবেই। তাদের তো করার মতো তেমন কিছু নেই। সব সময় একটা সুযোগ খোঁজে আমাকে নিচে নামানোর। তবে শেষমেশ গানটা যেখানে পৌঁছানোর কথা, সেখানে ঠিকই পৌঁছে যাবে- ‘সাইয়ারা’ সেটাই প্রমাণ করেছে।’

গানটির তুলনা প্রসঙ্গে এই সুরকার আরো বলেন, ‘যারা তুলনা করছেন, তারা যদি খেয়াল করেন দেখবেন, মেলোডির দিক থেকে অনেক গানের কর্ডই এক। এ মাইনর স্কেলে মাত্র ৩-৪টা কর্ড থাকে, কিন্তু প্রতিটা সুরের একটা নিজস্ব আত্মা থাকে। এর মানে এই না যে আমরা কিছু চুরি করেছি। এমন মিল থাকতেই পারে, সেটাকে ইচ্ছাকৃত বলা ঠিক নয়। আমরা কোনো কিছু তুলে এনে বসিয়ে দিইনি। আমরা গানটার আবেগ নিয়ে কাজ করেছি, সেটাই শ্রোতার সঙ্গে সংযোগ ঘটিয়েছে। এটাই ‘সাইয়ারা’র জাদু।’

আহান পাণ্ডে ও অনীত পাড্ডার জুটির ‘সাইয়ারা’ ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় পর পর্দা কাঁপাচ্ছে উচ্চাকাঙ্ক্ষী সংগীতশিল্পী ও এক লাজুক সাংবাদিকের বিরোহী প্রেমের এ গল্প। মুক্তির ১১ দিনের মাথায় শুধু ভারতেই ছবিটি আয় করেছে ২৫৬ কোটি রুপি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,500SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles