20.6 C
New York
রবিবার, আগস্ট ১০, ২০২৫

Buy now

spot_img

‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।

উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

নির্দেশক দীপক সুমনের ভাষ্যে, ‘মাঝে প্রায় সাত-আট বছর আমাদের থিয়েটার করতে দেয়নি রাষ্ট্রযন্ত্র। আমরা চুপ করে ছিলাম না, আমরা অপেক্ষা করছিলাম। পুরোনো নাটক দিয়ে মঞ্চে ফিরলেও জানতাম, নতুন করে কিছু বলতেই হবে। ২০২৪ সালের আন্দোলনের সময়টার মধ্য দিয়ে যাওয়ার পর ঠিক করেছিলাম, এবার নিজের লেখা দিয়ে ফিরব। সেই সাহসই এখন শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল। এই নাটকের বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে আমরা শুধু স্মৃতিকে স্মরণ করতে চাই না, বিজয়কে উদ্‌যাপন করতে চাই না। আমরা মনে করিয়ে দিতে চাই, সব হারিয়ে যাওয়া জীবনের প্রতি আমাদের দায় আছে। সেই দায় আমরা পালন করব।’

একই সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় ‘দেয়াল জানে সব’। নাটকটির রচনা ও নির্দেশনায় শাকিল আহমেদ সনেট। এটি স্পন্দন থিয়েটার সার্কেলের নতুন প্রযোজনা হলেও গতকাল ছিল নাটকটির দ্বিতীয় প্রদর্শনী।

আজ তৃতীয় দিনে মঞ্চে আসছে নাটক দ্রোহের ‘রক্ত কদম’। এথেরা থিয়েটারের নতুন এ নাটকের রচনা ও নির্দেশনায় ইরা আহমেদ। এই প্রযোজনায় উঠে আসবে এক নারী প্রতিবাদীর গল্প, যে ইতিহাসের উল্টো স্রোতে দাঁড়িয়ে শুধু নিজের জন্য নয়, গোটা সমাজের মুখে তুলে দেয় প্রশ্ন।

এর আগে গত ৩১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। প্রথম দিন মঞ্চস্থ হয় টিম কালারসের ‘রি-রিভোল্ট’। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন নায়লা আজাদ।

প্রতিদিন সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হচ্ছে নাটকগুলো। প্রবেশ উন্মুক্ত, তবে নাট্যশালার নির্ধারিত কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে প্রবেশপত্র। শিল্পকলা একাডেমির একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উৎসব তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক চেতনা, গণতান্ত্রিক দায়িত্ব বোধ ও নৈতিক অবস্থান নিয়ে ভাবতে আহ্বান জানায়। থিয়েটার হয়ে উঠুক সামাজিক জবাবদিহির এক অন্তরঙ্গ মাধ্যম।

সৌজন্য : প্রথম আলো

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,500SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles