বিখ্যাত মার্কিন পপ তারকা টেইলর সুইফটের জন্ম যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ছোট্ট শহর রিডিংয়ে। পেয়েছেন টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব। হয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা। সম্পদের পরিমাণ অন্তত ২ হাজার কোটি টাকা। তার বেশিরভাগ গান নিজের লেখা, সুর করা। অভিনয়ও করেছেন বেশ কয়েকটি সিনেমায়।
স্টার বক্স আজ জানাবে খ্যাতিমান এই পপ তারকা সম্পর্কে মজার কিছু তথ্য।
তার নাম রাখা হয় ৭০ দশকের বিখ্যাত সংগীতশিল্পী জেমস টেইলরের নাম অনুসারে।
টেইলরের মা চেয়েছিলেন বড় হয়ে মেয়ে যেন ঘোড়সওয়ারি হয়। কিন্তু ভালো না লাগায় টেইলর মন দেন লেখালেখিতে।
মাত্র ১৪ বছর বয়সে ‘এ গার্ল নেমড গার্ল’ নামের একটি উপন্যাস লিখেন টেইলর সুইফট।
২০২৩ সালের জুলাইয়ে সিয়াটলের কনসার্টে হাজির হয় ১ লাখ ৪৪ হাজার ভক্ত। ভক্তদের চাপ ও সাউন্ড সিস্টেমের জন্য শহরে ২ মাত্রার ভূকম্পন হয়। মার্কিন মুলুকে কোনো কনসার্টের জন্য ভূমিকম্পের ঘটনা এটিই প্রথম।