22.1 C
New York
সোমবার, আগস্ট ১১, ২০২৫

Buy now

spot_img

নিউইয়র্কে শূন্যন-এর ‘গোধুলিবেলায়’

নারী জীবনের নিঃশব্দ যন্ত্রণার গল্পে শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধুলিবেলায়’। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে নিউইয়র্কে। ২৯জুন সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জামাইকা আর্টস সেন্টারে এই নাটকের একক অভিনয়ে মঞ্চে থাকছেন মোমেনা চৌধুরী, নির্দেশনায় আছেন শামীম সাগর। এরপর এই নাটকের আরও দুটি শো অনুষ্ঠিত হবে—৬ জুলাই নিউজার্সিতে এবং ১২ জুলাই লং আইল্যান্ডে।

 নাটক শুধু বিনোদনের নয়, বরং সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার—এই বিশ্বাসে কাজ করে যাচ্ছে শূন্যন রেপার্টরি থিয়েটার। সেই ধারাবাহিকতায় তাদের নতুন নাটক ‘গোধুলিবেলায়’। ২০১১ সালে মোমেনা চৌধুরীর নেতৃত্বে গঠিত শূন্যন শুরু থেকেই নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে নাট্যচর্চা করে আসছে। একক নাটক ‘গোধুলিবেলায়’-এ মোমেনা চৌধুরী অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও প্রযোজক হিসেবেও রয়েছেন।

 নাটকে দেখা যাবে, পঞ্চাশতম বিবাহবার্ষিকীর দিন এক বৃদ্ধা মা স্মৃতির জগতে ফিরে যান—যেখানে ধরা পড়ে জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।

 নাট্যকার ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন এবং অপমান—এই নাটক এগুলোকে সামনে এনে আমাদের অন্তরে ছুঁড়ে দেয় প্রশ্ন। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।‘

 নির্দেশক শামীম সাগর বলেন, ‘এখানে আমি শুধু এক নারীর কাহিনি বলিনি, বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরেছি।‘

 নাটকে শব্দ, আলো, নীরবতা ও প্রতীকী বিমূর্ততায় নির্মিত হয়েছে এক দৃশ্যকবিতা, যা দর্শকদের ভাবতে বাধ্য করবে।

 মঞ্চনেপথ্যে আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, আলোক প্রক্ষেপক- বাবর খাদেমী, সংগীত প্রক্ষেপক- সিফাত উদ্দিন পলক, কোরিওগ্রাফি, প্রপস, পোশাক- মোমেনা চৌধুরী, পোস্টার পরিকল্পনা- শামীম সাগর, প্রযোজনা অধিকর্তা- মোমেনা চৌধুরী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,500SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles