22.1 C
New York
সোমবার, আগস্ট ১১, ২০২৫

Buy now

spot_img

জয় বাংলা, বাংলার জয় : পেছনের গল্প

‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি তৈরি করে পরে পাঠানো হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ। আর গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শাহনাজ রহমতউল্লাহসহ আরও কয়েকজন। গত বছর ২২ মার্চ এই গানটি তৈরি পেছনের গল্প শুনিয়েছিলেন গাজী মাজহারুল আনোয়ার।

তিনি বললেন, ‘সঠিক সময়টা এই মুহূর্তে মনে নেই। যুদ্ধ শুরু হওয়ার আগের ঘটনা হতে পারে। ওই সময় ফার্মগেটে একটা স্টুডিও ছিল। ওখানে নিয়মিত বসতাম আমরা। গান নিয়ে আড্ডা হতো। ওখানে বসে গানও লিখতাম। একদিন বসে ভাবছিলাম নতুন কিছু লিখতে হবে। দেশের জন্য। বঙ্গবন্ধুর বলা জয় বাংলা শব্দটাই ছিল আমার গানের শুরুর শব্দদ্বয়। এটা নিয়েই শুরু করলাম একদিন।’

গাজী মাজহারুল আনোয়ার আরও বললেন, ‘ওই সময় সেই স্টুডিওতে এলেন আনোয়ার পারভেজ। আসার পর ওকে বললাম, আমাদের একটা দায়িত্ব পালন করতে হবে। এটা শুনেই আমার সঙ্গে বসল ও। লেখা চলতে থাকল। হঠাৎ ওই স্টুডিওতে হাজির হলেন আলতাফ মাহমুদ। তিনি গানের শুরুটা শুনেই বললেন, “আরে গাজী, এটা দুর্দান্ত গান। লেখ লেখ।” তাঁর উৎসাহে লেখার গতি বাড়ল। এটা বেশ বড় গান। লেখা শেষ হতেই আলতাফ ভাই ও আনোয়ার ভাই বললেন, এটা এখনই গাওয়ার ব্যবস্থা করতে হবে।’

গানটি তৈরি হওয়ার পর শাহনাজ রহমতউল্লাহকে ডাকা হয়। সঙ্গে কোরাস গাওয়ার জন্য আরও কয়েকজন শিল্পীও এলেন সেদিন। সেদিনই গানটা রেকর্ড করা হয়। গাজী মাজহারুল আনোয়ার বললেন, ‘গানটা রেকর্ড করে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে দিই। ওই সময় এই গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সূচনা সংগীত হিসেবে ব্যবহার করা শুরু হয়। গানটি প্রচারের পর থেকে একটা উদ্দীপনা দেখা দেয় সবার মধ্যে।’

এখনো গানটা একই রকম জনপ্রিয়। গাজী মাজহারুল আনোয়ার বললেন, ‘ওই সময় আসলে এত কিছু ভেবে লিখিনি। তরুণ ছিলাম। গান লেখাটাই ছিল আমার জন্য আনন্দের ব্যাপার।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,500SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles