29.8 C
New York
সোমবার, আগস্ট ১১, ২০২৫

Buy now

spot_img

কনসার্টে আলিঙ্গন–কাণ্ডের পর কোল্ডপ্লের শ্রোতা বেড়েছে

কনসার্টে দুই সহকর্মীর আলিঙ্গনের ভিডিও ছড়ানোর পর ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লেও আলোচিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যান্ডটির গান শুনতে হুমড়ি খেয়ে পড়ছেন শ্রোতারা। খবর হলিউড রিপোর্টারের

১৬ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টনে পারফর্ম করে ‘কোল্ডপ্লে’। সেই কনসার্ট চলাকালে কিস ক্যামে ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনমার প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন ও মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে হুলুস্থুল ফেলে দেয়। অ্যান্ডি বায়রন ও ক্রিস্টিন ক্যাবটকে নিয়ে আলোচনার পাশাপাশি কোল্ডপ্লেও আলোচিত হয়েছে। যার প্রভাব পড়েছে ডিজিটাল প্ল্যাটফর্মেও, কোল্ডপ্লের শ্রোতা হু হু করে বাড়ছে।

ডেটা প্রদানকারী প্রতিষ্ঠান লিউমিনেটের বরাতে বিলবোর্ড জানিয়েছে, এ ঘটনার আগে পাঁচ দিনে কোল্ডপ্লের গান ২৮ দশমিক ৭ মিলিয়ন বার শোনা হয়েছে। ঘটনার পরবর্তী পাঁচ দিনে তা বেড়ে ৩৫ দশমিক ৭ মিলিয়নে পৌঁছেছে। প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দুজনকে আলিঙ্গন করতে দেখা গেছে। হঠাৎ ক্যামেরার উপস্থিতি টের পেয়ে অ্যান্ডি বায়রন সরে আসেন। লজ্জায় মুখ ঢেকে ফেলেন ক্রিস্টিন ক্যাবট। স্টেজে তখন পারফর্ম করছিলেন ক্রিস মার্টিন। মার্টিন তখন মঞ্চ থেকে বলেন, ‘তারা হয়তো সম্পর্কে আছে, নাহলে খুব লাজুক।’

অ্যান্ডি বায়রন বিবাহিত এবং তাঁর স্ত্রী মেগান কেরিগান বায়রনের সঙ্গে নিউইয়র্কে বসবাস করেন। অন্যদিকে ক্রিস্টিন ক্যাবটের বিবাহবিচ্ছেদ হয় ২০২২ সালে, তিনি এক সন্তানের মা।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর দুজনের পেশাগত জীবনে ধাক্কা তৈরি করে। আলোচনার মধ্যে প্রধান নির্বাহী পদ ছাড়েন অ্যান্ডি বায়রন। গত শনিবার এক বিবৃতিতে অ্যাস্ট্রোনমা লিখেছে, ‘আমরা প্রতিষ্ঠাকাল থেকে যে মূল্যবোধ ধারণ করে এসেছি, তার ভিত্তিতেই আমাদের নেতৃত্ব পরিচালিত হয়। সম্প্রতি সে মানদণ্ড বজায় রাখা হয়নি।’

বিবৃতিতে আরও জানানো হয়, ‘অ্যান্ডি বায়রন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পরিচালনা পর্ষদ তা গ্রহণ করেছে। এখন নতুন প্রধান নির্বাহী খুঁজতে কার্যক্রম শুরু হয়েছে। এ সময় পর্যন্ত সহপ্রতিষ্ঠাতা ও চিফ প্রোডাক্ট অফিসার পিট ডি-জয় অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।’

একই ঘটনায় ক্রিস্টিন ক্যাবটও পদত্যাগ করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,500SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles