20.6 C
New York
রবিবার, আগস্ট ১০, ২০২৫

Buy now

spot_img

‘ওয়ার টু’ ধু্ন্ধুমার অ্যাকশনে হৃতিক, এনটিআর ও কিয়ারা

বলিউডের যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমা মানেই ধু্ন্ধুমার অ্যাকশন। তাই দর্শক-অনুরাগীদেরও বিশেষ কৌতূহল থাকে। কারণ দমদার অ্যাকশন, ঝকঝকে গ্রাফিক্স সহযোগে বিগত কয়েক বছরে বলিউডের তাবড় সুপারস্টারদের নিয়ে পর্দায় ম্যাজিক দেখিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। সেই তালিকায় যেমন শাহরুখ-সালমান রয়েছেন, তেমনই রয়েছেন হৃতিক রোশানও। তালিকায় এবার নতুন সংযোজন দক্ষিণী সুপারস্টার নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র।

এবার অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়ার টু’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ্যে এনেও শোরগোল ফেলে দিল যশরাজ ফিল্মস।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দুর্ধর্ষ অ্যাকশনে মাতিয়ে রেখেছেন হৃতিক রোশান। তবে আড়াই মিনিটের ঝলকে সব থেকে বেশি নজর কেড়েছে হৃতিকের সঙ্গে কিয়ারা আদভানির অ্যাকশন দৃশ্য।

ভিডিওর শুরুতে কবীরের চরিত্রে হৃতিককে নেকড়ের সঙ্গে হেঁটে আসতে দেখা যায় নায়কোচিত ভঙ্গিতে। সঙ্গে আছে ভারতীয় সৈনিক এবং গুপ্তচর হিসেবে তার শপথ উচ্চারণ।

হৃতিক বলেন, ‘আমি শপথ করছি যে, আমি আমার নাম, আমার পরিচয়, আমার বাড়ি এবং পরিবার ত্যাগ করব এবং একটি অজ্ঞাত, নামহীন, অজানা ছায়া হয়ে থাকব।’

এরপরে, দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়রকেও একই রকমভাবে শপথ নিতে দেখা যায়।

তিনি বলেন, ‘আমি শপথ করছি, আমি এমন সব কিছু করব যা অন্য কেউ করতে পারবে না। আমি এমন যুদ্ধ করব যা অন্য কেউ করতে পারবে না।’

‘ওয়ার টু’ সিনেমায় হৃত্বিক এবং দক্ষিণের অভিনেতা জুনিয়র এনটিআর কতটা অ্যাকশন করতে পারেন তা জানার জন্য দর্শকরা অনেক সময় কৌতুহল প্রকাশ করেছেন। এই ঝলকে সেই কৌতুহল কিছুটা মিটিয়েছে যশরাজ ফিল্মস।

হিন্দি, তামিল, তেলেগু ভাষায় আদিত্য চোপড়া প্রযোজিত ‘ওয়ার টু’ মুক্তি পাবে আগামী ১৪ আগস্টে।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’। আগামীতে ‘ওয়ার টু’ ছাড়াও দেখা যাবে ‘টাইগার থ্রি’ ও ‘টাইগার ভার্সাস পাঠান’-এর মতো সিনেমা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,500SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles